নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের অভিযানে শহরের মাছপট্টিতে এলাকা থেকে মদসহ ৮ জন আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮ লিটার বাংলা মদ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন দামুড়হুদার দাসপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মালেক (৫০), দামুড়হুদা বাসস্ট্যান্ডপাড়ার মজনু মন্ডলের ছেলে লিটন মন্ডল (৩২), আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের মুনসুর কাসাইয়ের ছেলে তরিকুল ইসলাম (৩০), চুয়াডাঙ্গা ইসলামপাড়ার মৃত হায়বাত মন্ডলের ছেলে লুৎফুর রহমান (৪৮), জ্বীনতলাপাড়ার গোলাম রসুলের ছেলে শাহিন (৩০), তালতলা পশুহাটপাড়ার মৃত আজিজুলের ছেলে জিয়ারুল (২৭), দিগড়ির আনোয়ার হোসেনের ছেলে আব্দুর রউফ (৩৫) ও দামুড়হুদা গুলশানপাড়ার আকালে মন্ডলের ছেলে আবু তালেব (৪৬)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ির পুলিশ জানতে পারে শহরের মাছপট্টিতে বেশ কিছু লোক বাংলা মদসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন শরীফ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) তুহিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।