নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বালিকাদের কাবাডি খেলার মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক ফিরোজ উদ্দীন, শামসুন্নাহার শিলা, মহসিন কামাল, বকুল হোসেন, রেজাউল ইসলাম, পলাশ উদ্দিন ও আব্দুল হাই। একই ভেন্যুতে বালক-বালিকদের কাবাডি প্রতিযোগিতা ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়। বালিকা কাবডিতে সরোজগঞ্জ সাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমবারের মতো বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া কাবাডি বালকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাবায় বালক সিনিয়র গ্রুপে ভিক্টোরিয়া জুবলী উচ্চবিদ্যালয়, জুনিয়র গ্রুপে জীবননগর থানা পাইলট, বালিকা সিনিয়র গ্রুপে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জুনিয়র গ্রুপে আলমডাঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক-বালিকা কাবাডি ও দাবা খেলা পরিচালনায় নেতৃত্ব দেন ইসলাম রকিব।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত