চুয়াডাঙ্গায় ২৪ ২৫ ও ২৬ নভেম্বর জেলা ভিত্তিক ইজতেমা শুরু সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন এমপি টগর

15036755_363330084014139_5753301476854971739_n

আফজালুল হক/আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গায় ২৪, ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠেয় জেলা ভিত্তিক বিশ্ব ইজতেমার মাঠ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি। চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধূরী জিপুকে সাথে নিয়ে তিনি ইজতেমার মাঠ পরিদর্শন করেন এবং আয়োজকদের কাছ থেকে মাঠ প্রস্তুতের সার্বিক খোঁজখবর নেন। ইজতেমা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সার্বিক সহযোগিতার কথা বলেন এমপি টগর। এসময় আরো উপস্থিত ছিল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, মাফিজুর রহমান মাফি, জানিফ রহমান, তাপুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। উল্লেখ্য, চুয়াডাঙ্গায় এবার প্রথমবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হবে আগামী ২৪ নভেম্বর। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে জেলা ভিত্তিক এই বিশ্ব ইজতেমার আনুষ্ঠিকতা শেষ হবে। চুয়াডাঙ্গা পৌর এলাকার সরকারি আদর্শ মহিলা কলেজপাড়া ও সবুজপাড়া এলাকায় রাস্তার দু’পাশের প্রায় ৫০ বিঘা খালি জমির ওপর বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুত হচ্ছে। বাঁশ ও অন্যন্য সামগ্রী ব্যবহার করে তাবলীগ জামায়াতের কয়েকশ’ কর্মী মাঠ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছে।