চুয়াডাঙ্গায় ১০ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানার মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় থেকে বাদালপাড়া পাকা রাস্তার পূর্ব পাশে জনৈক মিলন আলীর মুদি দোকানের সামনে থেকে দৌলতদিয়াড় দক্ষিনপাড়ার মৃত পুটে মিস্ত্রির ছেলে হেলাল (২৬), ও নাসির উদ্দীনের ছেলে মিলন আলী (২৭) কে গ্রেফতার করে থানা পুলিশ। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক হাসানুজ্জামানসহ একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করেন।