নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে খেলার সময় হাড়ির ফুটন্ত ভাতের ওপর পড়ে মুত্তাকিম হোসেন (৫) নামের এক শিশু গুরুত্বরভাবে ঝলসে গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ জুগিরহুদা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। শিশু মুত্তাকিম হোসেন জুগিরহুদা গ্রামের পশ্চিমপাড়ার হাবিবুর রহমানের ছেলে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় মায়ের রান্নার স্থানের পাশে খেলা করছিল মুত্তাকিম। খেলার এক পর্যায়ে মুত্তাকিম চুলায় থাকা ফুটন্ত ভাতের হাঁড়ির ওপর পরে যায়। এসময় ফুটন্ত হাঁড়িটি উল্টে মুত্তাকিমের পেটের ওপর পড়ে। ফুটন্ত গড়ম ভাতে সঙ্গে সঙ্গে শিশুটির পেট, দুই পাসহ শরীরের বিভিন্নস্থানে ঝলসে দেয়। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ফুটন্ত ভাত পড়ে শিশুটির পেট, বুক ও দুইপাসহ শরীরে চামড়ার ওপরের ৫০ শতাংশের বেশী ঝলসে গেছে। তাকে তাৎক্ষণিত চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তবে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হতে পারে।
