চুয়াডাঙ্গায় স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রতিবন্ধীদের জন্য করণীয় শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করণীয় শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩০৩ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শবনব জাহান শিলা। তিনি বলেন- প্রতিবন্ধীদের জন্য দাবি-দাওয়া ও দাবিনামাগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয় সাময়া ওয়াজেদ পুতুলের সঙ্গে আলোচনা করে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধিসহ সকল দাবিনামাগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে জাতীয় সংসদে আলোচনা করবেন বলে জানান।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের করণীয় শীর্ষক ভার্চুয়াল মিটিংয়ে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ রাখা এবং তা বাস্তবায়ন, সকল প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসা, প্রতিবন্ধী ব্যক্তির জন্য যার যে ধরনের সহায়ক উপকরণ প্রয়োজন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা থেকে তার সেই ধরনের সহায়ক উপকরণের ব্যবস্থা করা, এখনো যেসব প্রতিবন্ধী ব্যক্তির আইডি কার্ড হয়নি তাদের আইডি কার্ডের ব্যবস্থা করা, সুযোগমতো সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সোশাল সেফটিনেট-এর আওতায় নিয়ে আসা, অসুস্থ্য প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ফ্রি মেডিকেল টেস্ট ও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে ফিজিও থেরাপিস্ট ও অকুপেশনাল থেরাপিস্টের ব্যবস্থা থাকা এছাড়াও যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করে তাদের শিক্ষা মহায়তার ব্যবস্থা করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার মানবৃদ্ধি করার জন্য স্কুলের শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, যে সব শিক্ষা প্রতিষ্ঠান, উইনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইনিয়ন পরিষদসহ সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে র‌্যাম্প এবং প্রতিবন্ধী বান্ধব টয়লেট নেই সে সকল প্রতিষ্ঠানে র‌্যাম্প এবং প্রতিবন্ধী বান্ধব টয়লেট এর ব্যবস্থা করাসহ প্রভূতি দাবীনামা পেশ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন রাজশাহী ৩৩৭ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা এমপি, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: জাহিদুল ইসলাম, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট সিডিডি নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান, মানুষের জন্য ফাউন্ডেশন এমজেএফ এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাজরানা ইয়াছমিন হিরা, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। এছাড়াও, অতিথি হিসেবে যুক্ত ছিলেন এডাব এর পরিচালক একেএম জসীম উদ্দিন, মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, গাংনি ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আবু, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, উথলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, ডিইউএস বাংলাদেশ এর আমিনুল ইসলাম মিন্টু, সু-সমাজ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মজিবুদ্দোল্লা সরদার কনক, সোনার বাংলা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, এএলআরডি সংস্থার আজিম হায়দার, পল্লি উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান, পদ্মবিলা ইউনিয়ন প্রতিবন্ধীদের সংগঠন ডিপিও এর সভাপতি সুলতান বাদশা, শংকরচন্দ্র ইউনিয়ন প্রতিবন্ধীদের সংগঠন ডিপিও এর সভাপতি সুরভী সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে দাবীনামা পাঠ করেন পদ্মবিলা ইউনিয়ন প্রতিবন্ধীদের সংগঠন ডিপিও এর সহসভাপতি জান্নাতুল ফেরদৌস।