নিজস্ব প্রতিবেদক: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে অসহায়, দরিদ্র, ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের বাদুরতলা সংলগ্ন জোয়ার্দ্দার টাওয়ারে অবস্থিত ব্যাংকটির শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়। এসময় ব্যাংকটির চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন হাসান ফ্লাওয়ার মিলের পরিচালক জামিউল হাসান জোয়ার্দ্দার (মধু), জাহিদুল ইসলাম জোয়ার্দ্দার, জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রফেসর মো. হাসিবুল আক্তার (মিঠু)। এ ছাড়াও ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, ব্যাংক কর্মকর্তা মো. মশিউর রহমান (টিপু), মাজেদুল হক, সাইফুর রহমান, মশিউর রহমান ও সুব্রত বিশ্বাস উপস্থিত ছিলেন। সদর উপজেলার শতাধিক অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।