নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর শহরের মুসলিমপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একই এলাকার মুদি দোকানি সুজা উদ্দীনকে আটক করেছে সদর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে তাকে তার বাড়ী সংলগ্ন মুদি দোকান থেকে আটক করা হয়। আটক সুজা উদ্দীন (৫০), চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে। এর আগে সুজা উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা অভিযোগ তুলে একটি লিখিত অভিযোগ করেন ওই স্কুলছাত্রীর মামা। অভিযোগের পর পরই চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে সুজাকে আটক করে।
এ ঘটনায় সদর থানার পুলিশ বলছে, ‘ধর্ষণ চেষ্টার ঘটনায় একটি অভিযোগ দায়ের হলে পুলিশ ওই অভিযুক্তকে আটক করে। তদন্ত শুরু হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।