ইপেপার । আজ রবিবার, ১০ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় সুমিরদিয়া কলোনী বাসিন্দাদের বস্তির জন্য বরাদ্দকৃত টাকা প্রত্যাখান করে বাতিলের দাবিতে পৌরসভা ঘেরাও

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / ৩২১ বার পড়া হয়েছে

16244142_1456460097722234_1237875290_n

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ২নং ওয়ার্ডের সুমিরদিয়া কলোনীপাড়ার বাসিন্দারা বিদেশ থেকে বস্তির জন্য আসা অনুদান প্রত্যাখানসহ বিক্ষোভ মিছিল নিয়ে গতকাল সকালে চুয়াডাঙ্গা পৌরসভা ঘেরাও করে। এসময় ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মুন্সী খোকনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সুমিরদিয়া কলোনীপাড়ার প্রায় দেড় শতাধিক পরিবার একটি বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভা ঘেরাও করে। এসময় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, ধৈর্য্য সহকারে সুমিরদিয়া কলোনীপাড়ার বাসিন্দাদের অভিযোগগুলো শোনেন এবং বিদেশ থেকে অঅসা বস্তির জন্য অনুদান বাতিলের আশ্বাস দেন। তবে, বস্তির জন্য আসা অনুদান বাতিল না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া বলে বিক্ষোভ কারীরা জানায়। এবিষয়ে সুমিরদিয়া কলোনীপাড়ার বাসিন্দারা জানায়, আমরা বস্তিতে বসবাস করি না, আমরা সবাই খেটে খাওয়া মানুষ হলেও মিসকিন নয়, পৌর মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিদেশ থেকে বস্তির জন্য আসা যে অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে এবং কিছু পরিবারের মাঝে দিয়েছে  সেটা আমাদের জন্য অপমানজনক। আমরা এই অনুদান চাই না বরং প্রত্যাখান করছি। তারা আরো বলেন গত মাস তিনেক আগে চুয়াডাঙ্গা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম মুন্সী খোকন সুমিরদিয়া এলাকায় যেয়ে উঠান বৈঠকের মধ্যেদিয়ে এলাকাবাসীদের বলে বিদেশী প্রকল্পের মাধ্যমে সুমিরদিয়ার উন্নয়নে করা হবে। আমরা এলাকাবাসী ঠিক তখনি এই প্রকল্পের অনুদান আমাদের লাগবে জানালেও তিনি তা না করে বস্তির অনুদান আমাদের এলাকায় দিয়ে আমাদের অপমান করেছে। আমরা এর যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর হস্তক্ষেপ কামনা করছি। পরে বিক্ষোভকারীরা নিজ এলাকায় ফিরে যায়। এবিষয়ে কাউন্সিলর রেজাউল করিম মুন্সী খোকনের মোবাইলে কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এবিষয়ে পৌর মেয়র জিপু চৌধূরীর মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সুমিরদিয়া কলোনী বাসিন্দাদের বস্তির জন্য বরাদ্দকৃত টাকা প্রত্যাখান করে বাতিলের দাবিতে পৌরসভা ঘেরাও

আপলোড টাইম : ০২:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭

16244142_1456460097722234_1237875290_n

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ২নং ওয়ার্ডের সুমিরদিয়া কলোনীপাড়ার বাসিন্দারা বিদেশ থেকে বস্তির জন্য আসা অনুদান প্রত্যাখানসহ বিক্ষোভ মিছিল নিয়ে গতকাল সকালে চুয়াডাঙ্গা পৌরসভা ঘেরাও করে। এসময় ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মুন্সী খোকনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সুমিরদিয়া কলোনীপাড়ার প্রায় দেড় শতাধিক পরিবার একটি বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভা ঘেরাও করে। এসময় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, ধৈর্য্য সহকারে সুমিরদিয়া কলোনীপাড়ার বাসিন্দাদের অভিযোগগুলো শোনেন এবং বিদেশ থেকে অঅসা বস্তির জন্য অনুদান বাতিলের আশ্বাস দেন। তবে, বস্তির জন্য আসা অনুদান বাতিল না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া বলে বিক্ষোভ কারীরা জানায়। এবিষয়ে সুমিরদিয়া কলোনীপাড়ার বাসিন্দারা জানায়, আমরা বস্তিতে বসবাস করি না, আমরা সবাই খেটে খাওয়া মানুষ হলেও মিসকিন নয়, পৌর মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিদেশ থেকে বস্তির জন্য আসা যে অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে এবং কিছু পরিবারের মাঝে দিয়েছে  সেটা আমাদের জন্য অপমানজনক। আমরা এই অনুদান চাই না বরং প্রত্যাখান করছি। তারা আরো বলেন গত মাস তিনেক আগে চুয়াডাঙ্গা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম মুন্সী খোকন সুমিরদিয়া এলাকায় যেয়ে উঠান বৈঠকের মধ্যেদিয়ে এলাকাবাসীদের বলে বিদেশী প্রকল্পের মাধ্যমে সুমিরদিয়ার উন্নয়নে করা হবে। আমরা এলাকাবাসী ঠিক তখনি এই প্রকল্পের অনুদান আমাদের লাগবে জানালেও তিনি তা না করে বস্তির অনুদান আমাদের এলাকায় দিয়ে আমাদের অপমান করেছে। আমরা এর যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর হস্তক্ষেপ কামনা করছি। পরে বিক্ষোভকারীরা নিজ এলাকায় ফিরে যায়। এবিষয়ে কাউন্সিলর রেজাউল করিম মুন্সী খোকনের মোবাইলে কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এবিষয়ে পৌর মেয়র জিপু চৌধূরীর মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেননি।