নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- দৌলাতদিয়াড় গ্রামের নাজির হোসেনের ছেলে রিপন আলী, সুমিরদিয়া এলাকার আহাম্মদের ছেলে ওসমান গনি, বদরগঞ্জ বাজার এলাকার মৃত মফিজ উদ্দিন মুন্সির ছেলে ওসমান, ইসলামপাড়ার ইউনুস আলীর ছেলে মোহাম্মদ রেজাউল ইসলাম ও জাফরপুর গ্রামের ভেগো সর্দারের ছেলে মোহাম্মদ কুদ্দুস। সাজাপ্রাপ্ত আসামিরা দীর্ঘদীন যাবৎ পলাতক ছিলেন। আজ বৃহস্পতিবার এদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।
গতকাল বুধবার রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হোসেন ও আহসানুর রহমান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিজ্ঞ বিচারিক আদালত থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।