চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামীসহ গাঁজা ব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০৯:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
- / ৩৯৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামীসহ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার ভিন্ন ভিন্ন সময়ে আলুকদিয়া চকপাড়া ও শহরের চাঁদমারী মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। আটককৃতরা হল- আলুকদিয়া চকপাড়া এলাকার গাঁজা বিক্রেতা আসান আলী (৫০) ও সাজাপ্রাপ্ত আসামী কুকিয়া চাঁদপুর গ্রামের মাহাবুল (৩০)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স আলুকদিয়া চকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় খেদের শেখের ছেলে আসানকে। অপরদিকে সদর থানার এএসআই আশরাফ ও ইন্দ্রোজিৎ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন চুয়াডাঙ্গা পৌর শহরের চাঁদমারী মাঠ এলাকায় একজন সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত টিম চাঁদমারী মাঠ এলাকাতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় সাজাপ্রাপ্ত আসামী কুকিয়া চাঁদপুর গ্রামের আহাদ আলীর ছেলে মাহাবুলকে। সে পারিবারিক মামলার এক মাসের সাজাপ্রাপ্ত আসামী। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালত প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।