ইপেপার । আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • / ৩৮০ বার পড়া হয়েছে

মাদকের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকের বিরুদ্ধে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতেই এই মাদক বিরোধী সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন বলে জনান সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী। সদর উপজেলায় দুই দিনব্যাপী তিনটি অঞ্চলে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মাদককে “না” বলুন স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জাতীয় গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গার উপ-পরিচালক জাফর ইকবাল ও চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাসুদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নিবার্হি অফিসার মো. ওয়াশীমুল বারী। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ অতিথিগণ বাইসাইকেল চালিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় টাউন মাঠ সংলগ্ন প্রধান সড়কে শত শত মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। এসময় অতিথিরা মাদকের তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
প্রতিযোগিতায় অফিসার চল্লিশোর্ধ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন এনএস আই’র উপ-পরিচালক জাফর ইকবাল, দ্বিতীয় স্থান অধিকার করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এবং তৃতীয় স্থান অধিকার করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীন। অফিসার অনূর্দ্ধ-৪০ ক্যাটাগরিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী ১ম স্থান, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল আলম ২য় ও সমাজ সেবা অফিসার মৌমিতা ইয়াসমিন ৩য় স্থান অধিকার করেন। অন্যান্য পেশাজীবি ৪০ উর্দ্ধো ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা এতিমখানাপাড়ার আতিয়ার রহমান ১ম স্থান, রুপছায়া সিনেমা হল পাড়ার আজাদ আলী ২য় স্থান ও অটোচালক আব্দুল মোমিন ৩য় স্থান অধিকার করেন। অন্যান্য পেশাজীবি অনুর্ধ-৪০ ক্যাটাগরিতে হাজরাহাটির বাবু ১ম স্থান, দৌলতদিয়াড়ের সাকিবুল ২য় স্থান ও মোল্লা ফার্নিচারের সাইদুর রহমান মোল্লা ৩য় স্থান অধিকার করেন। শিক্ষক মন্ডলী চল্লিশোর্ধ ক্যাটাগরিতে মনিরুজ্জামান ১ম স্থান, জামাল উদ্দীন ২য় স্থান ও আলমগীর হোসেন ৩য় স্থান অধিকার করেন। শিক্ষক মন্ডলী চল্লিশোর্ধ ক্যাটাগরিতে আল-মামুন ১ম স্থান, ইসলাম রকিব ২য় স্থান ও মিল্টন রহমান ৩য় স্থান অধিকার করেন। কর্মচারী চল্লিশোর্ধ ক্যাটাগরিতে মনিরুল ইসলাম ১ম, ফরিদ হোসেন ২য় ও শামসেদ কবির ৩য় স্থান অধিকার করেন।

কর্মচারী অনুর্ধ-৪০ ক্যাটাগরিতে সাইদুর রহমান ১ম স্থান, আরিফুল ২য় স্থান ও শ্রী সঞ্জিত কুমার ৩য় স্থান অধিকার করেন।
মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন উপজেলাকে ৩ অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল একযোগে ৩টি ভেন্যুতে এ প্রতিযোগিতা শুরু হয়। পদ্মবিলা, মোমিনপুর ও কুতুবপুর ইউনিয়নকে পশ্চিমাঞ্চল, শঙ্করচন্দ্র, বেগমপুর ও তিতুদদহ ইউনিয়নকে পূর্ব অঞ্চল এবং চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়নকে মধ্যঅঞ্চলে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দু’দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার আজ সমাপনি দিনে দুপুর আড়াইটায় মধ্যঅঞ্চলের ৪টি ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মধ্যঅঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় -৫ম শ্রেণীর (ছাত্র), ৬ষ্ঠ -১০ম শ্রেণী (ছাত্র), ৬ষ্ঠ- ১০ম শ্রেণী (ছাত্রী) এবং একাদশ থেকে তদুর্দ্ধ শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে। প্রতিযোগিতা শেষে সদর উপজেলার সকল ভেন্যুর প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আপলোড টাইম : ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮

মাদকের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকের বিরুদ্ধে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতেই এই মাদক বিরোধী সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন বলে জনান সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী। সদর উপজেলায় দুই দিনব্যাপী তিনটি অঞ্চলে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মাদককে “না” বলুন স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জাতীয় গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গার উপ-পরিচালক জাফর ইকবাল ও চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাসুদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নিবার্হি অফিসার মো. ওয়াশীমুল বারী। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ অতিথিগণ বাইসাইকেল চালিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় টাউন মাঠ সংলগ্ন প্রধান সড়কে শত শত মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। এসময় অতিথিরা মাদকের তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
প্রতিযোগিতায় অফিসার চল্লিশোর্ধ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন এনএস আই’র উপ-পরিচালক জাফর ইকবাল, দ্বিতীয় স্থান অধিকার করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এবং তৃতীয় স্থান অধিকার করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীন। অফিসার অনূর্দ্ধ-৪০ ক্যাটাগরিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী ১ম স্থান, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল আলম ২য় ও সমাজ সেবা অফিসার মৌমিতা ইয়াসমিন ৩য় স্থান অধিকার করেন। অন্যান্য পেশাজীবি ৪০ উর্দ্ধো ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা এতিমখানাপাড়ার আতিয়ার রহমান ১ম স্থান, রুপছায়া সিনেমা হল পাড়ার আজাদ আলী ২য় স্থান ও অটোচালক আব্দুল মোমিন ৩য় স্থান অধিকার করেন। অন্যান্য পেশাজীবি অনুর্ধ-৪০ ক্যাটাগরিতে হাজরাহাটির বাবু ১ম স্থান, দৌলতদিয়াড়ের সাকিবুল ২য় স্থান ও মোল্লা ফার্নিচারের সাইদুর রহমান মোল্লা ৩য় স্থান অধিকার করেন। শিক্ষক মন্ডলী চল্লিশোর্ধ ক্যাটাগরিতে মনিরুজ্জামান ১ম স্থান, জামাল উদ্দীন ২য় স্থান ও আলমগীর হোসেন ৩য় স্থান অধিকার করেন। শিক্ষক মন্ডলী চল্লিশোর্ধ ক্যাটাগরিতে আল-মামুন ১ম স্থান, ইসলাম রকিব ২য় স্থান ও মিল্টন রহমান ৩য় স্থান অধিকার করেন। কর্মচারী চল্লিশোর্ধ ক্যাটাগরিতে মনিরুল ইসলাম ১ম, ফরিদ হোসেন ২য় ও শামসেদ কবির ৩য় স্থান অধিকার করেন।

কর্মচারী অনুর্ধ-৪০ ক্যাটাগরিতে সাইদুর রহমান ১ম স্থান, আরিফুল ২য় স্থান ও শ্রী সঞ্জিত কুমার ৩য় স্থান অধিকার করেন।
মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন উপজেলাকে ৩ অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল একযোগে ৩টি ভেন্যুতে এ প্রতিযোগিতা শুরু হয়। পদ্মবিলা, মোমিনপুর ও কুতুবপুর ইউনিয়নকে পশ্চিমাঞ্চল, শঙ্করচন্দ্র, বেগমপুর ও তিতুদদহ ইউনিয়নকে পূর্ব অঞ্চল এবং চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়নকে মধ্যঅঞ্চলে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দু’দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার আজ সমাপনি দিনে দুপুর আড়াইটায় মধ্যঅঞ্চলের ৪টি ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মধ্যঅঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় -৫ম শ্রেণীর (ছাত্র), ৬ষ্ঠ -১০ম শ্রেণী (ছাত্র), ৬ষ্ঠ- ১০ম শ্রেণী (ছাত্রী) এবং একাদশ থেকে তদুর্দ্ধ শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে। প্রতিযোগিতা শেষে সদর উপজেলার সকল ভেন্যুর প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে।