চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গ্রামবাংলার যাত্রাপালা
- আপলোড টাইম : ০৩:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
- / ৩৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক নগরীখ্যাত চুয়াডাঙ্গার একটি সাংস্কৃতিক সংগঠন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলোচনা সভার মধ্যে দিয়ে সংলাপের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সংলাপের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ই¯্রাফিল হোসেন। সাংস্কৃতিকর্মী ও শিক্ষক শামীম আখতার শরীফের প্রানবন্ত উপস্থাপনায় সংলাপ আয়োজনে আরো অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেব প্রসাদ পাল। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হারিয়ে যাওয়া গ্রামবাংলার যাত্রপালা “সমাজ” মঞ্চায়িত করা হয়।