শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার মসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গত ২০/১০/১৬ইং তারিখে সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি মো: সহিদুল হক বিশ্বাস। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন লোকমোর্চার সদস্যরা এবং সিদ্ধান্ত নেয় আগামী ২৩/১০/২৬ইং তারিখে বিভিন্ন সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহাদ্বোয়কে ফুলেল শুভেচ্ছা ও স্বারক লিপি পেশ করবে। আরো সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অফিসারের ও সিভিল সার্জনের সাথে সাক্ষাৎ করবেন। সভায় উপস্থিত ছিলেন- সভাপতি মো: শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক পারভিন লাইলা মালিক, সহ-সভাপতি শাহানা ইউসুফ, সহ-সভাপতি মো: জাফরুল হক, ইউ.পি আলুকদিয়া সভাপতি আঃ রহমান, লোকমোর্চার সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য মিলি আলম, যুগ্ম সম্পাদক আফাজ উদ্দিন, সৈয়দা মমতাজ, মীর রাহাতুল¬া, শাহীনা খাতুন, মো: জাফরুল হক, আনোয়ার উদ্দিন, ইদ্রিস হোসেন, সৈয়দ শরিফুল আলম, সাহাদাত হোসেন এবং সার্বিক দায়িত্ব পালন করেন জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা।