সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১২ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিনের নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ১২ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম ঝিনাইদহের চুটলিয়া থানার মৃত আকবর লস্করের ছেলে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা করা হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।