সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌর এলাকায় র্যাবের পৃথক দুটি অভিযানে ১৬০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের মুন্না মোড় এবং কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার গোরস্তান পাড়ার পলাশ কুমার ডেমের ছেলে আকাশ ডেম (১৯) ও আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজার এলাকার মাধব দাসের ছেলে নিতাই দাস (২৬)।
র্যাব-৬’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর এলাকা ও মুন্নামোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে আকাশ ডেম ও নিতাই দাসকে আটক করা হয়। পরে আকাশের কাছ থেকে ১০০ লিটার এবং নিতাইয়ের কাছ থেকে ৬০ লিটার ছোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করেছে র্যাব।