জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গায় মাসব্যাপী বিসিক শিল্প ও পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিসিক’র আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে গতকাল শুক্রবার বেলা ৫ টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে ও স্বেতকপত অবমুক্তকরণের মধ্যদিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে চুয়াডাঙ্গা বিসিক’র উপ-ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান মিঠুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রমুখ। মেলা চলবে আগামী ২০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উম্মুক্ত থাকবে।