
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন সালাউদ্দিন মালিক ও রুকসানা আক্তার মালিক রোজির ছোট ছেলে মরহুম রেজোওয়ান মালিক অশ্রুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মরহুমের বাবার বাড়িতে বাদ আসর থেকে শুরু করে বাদ এশা পর্যন্ত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ‘ইহকাল ও পরকালে ইসলাম’ বিষয়ে আলোচনা রাখেন বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের খাদেম মাওলানা আক্কাস আলী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের খাদেম মাওলানা শরিফুল ইসলাম।
দোয়া ও আলোচনা অনুষ্ঠানে মরহুমের নিকট আত্মীয়-স্বজন, এলাকার মুসল্লি ও বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের খাদেমগণ উপস্থিত ছিলেন। মরহুম অশ্রু মালিক ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যক্তি শামসুল কাওনাইন মালিক বেগুন মিয়ার নাতি ছেলে। আলোচনা অনুষ্ঠান শেষে মরহুম অশ্রু মালিকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আক্কাস আলী। উল্লেখ্য, গত ১৩ই নভেম্বর সালাউদ্দিন মালিক ও রোজি মালিকের ছোট ছেলে রেজওয়ান মালিক অশ্রু চুয়াডাঙ্গা জেলা শহরের রেলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।