চুয়াডাঙ্গা বুধবার , ২০ জানুয়ারি ২০২১

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

সমীকরণ প্রতিবেদন
জানুয়ারি ২০, ২০২১ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ড্রাগ লাইসেন্স না থাকা, ডিলিং লাইসেন্স না থাকা, মাস্ক পরিধান না করা এবং জনগণের যাতায়াতে অসুবিধা সৃষ্টি করায় চার প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতে চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় ও ভালাইপুর মোড় এলাকায় ড্রাগ লাইসেন্স না থাকায় ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় ভেষজ ইউনানি চিকিৎসা কেন্দ্রকে ৫ হাজার টাকা, ডিলিং লাইসেন্স না থাকায় সাজিম মটরসকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৫ হাজার টাকা, মাস্ক পরিধান না করার অপরাধে একজন ফার্মেসির মালিককে ৫শ টাকা এবং জনগণের যাতাযাতে অসুবিধা সৃষ্টি করায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক জনাব কে এম মুহসীনিন মাহবুব। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী ও অফিস সহায়ক আরমান আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।