নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ড্রাগ লাইসেন্স না থাকা, ডিলিং লাইসেন্স না থাকা, মাস্ক পরিধান না করা এবং জনগণের যাতায়াতে অসুবিধা সৃষ্টি করায় চার প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতে চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় ও ভালাইপুর মোড় এলাকায় ড্রাগ লাইসেন্স না থাকায় ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় ভেষজ ইউনানি চিকিৎসা কেন্দ্রকে ৫ হাজার টাকা, ডিলিং লাইসেন্স না থাকায় সাজিম মটরসকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৫ হাজার টাকা, মাস্ক পরিধান না করার অপরাধে একজন ফার্মেসির মালিককে ৫শ টাকা এবং জনগণের যাতাযাতে অসুবিধা সৃষ্টি করায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক জনাব কে এম মুহসীনিন মাহবুব। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী ও অফিস সহায়ক আরমান আলী।