নিজস্ব প্রতিবেদ:
চুয়াডাঙ্গার হকপাড়ার মাদক ব্যবসায়ী অপুকে আটকের পর কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটকের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত অপু (২৮) চুয়াডাঙ্গা জেলা শহরের হকপাড়ার মৃত খোকনের ছেলে ও একজন মাদক ব্যবসায়ী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নের্তৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও উপপরিদর্শক আকবর হোসেন ফোর্র্স নিয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের হকপাড়ার অপুর বাড়িতে অভিযান চালান। এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপুকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাঁকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।