চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু প্রজন্মলীগের পরিচিতি সভায় হুইপ ছেলুন এমপি
- আপলোড টাইম : ০৯:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
- / ৬০৯ বার পড়া হয়েছে
সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে হবে
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু প্রজন্মলীগ চুয়াডাঙ্গার জেলা শাখা, উপজেলা শাখা, পৌর শাখা ও ইউনিয়ন শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিতি সভা হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা- আসনের সাংসদ হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন- বঙ্গবন্ধুর আদর্শ ধারনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রজন্মলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলায় যুব ও নতুন প্রজন্মকে একসাথে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সজীব ওয়াজেদ জয়ের প্রেরণায় সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলায় বঙ্গবন্ধু প্রজন্মলীগ সাংগঠনিক কার্যক্রমে দৃঢ় থাকতে হবে।
বঙ্গবন্ধু প্রজন্মলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গরীব রুহানী মাসুম, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামসুদোহা মল্লিক হাসু, অন্যতম সদস্য হাফিজুর রহমান হাপু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল ইসলাম, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস।
এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রজন্মলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি বিপুল শরিফ, সেলিম রেজা, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন লাভলু, প্রান্ত জোয়ার্দ্দার, সিরাজুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম লিটন, আলিফ জোয়ার্দ্দার, বরকত জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বায়োজিদ জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা কমিটির সভাপতি হাসান আল বাখার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ চুয়াডাঙ্গা পৌর, বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।