চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

14718803_180520272398786_1359982432550594284_n

শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গায় “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ” প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। গতকাল সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা ষ্টেডিয়াম মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্র নাথ পোদ্দারের সভাপতিত্বে  আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও উদ্বোধক  হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধূরী জিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান। আলেচনা সভা শেষে জেলা প্রশাসক এই ফুটবল টূর্নামেন্টের উদ্বোধণ করেন। পরে উপস্থিত অতিথিবৃন্দরা ক্ষুদে খেলোয়ারদের সাথে জেলা প্রশাসক সায়মা ইউনুসের নেতৃত্বে পরিচিত হন। সদর উপজেলার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে জীবননগর উপজেলার বাঁশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধণী ম্যাচে অংশ নেয়। এছাড়া এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলো। অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত প্রবীণ ফুটবলার ও চুয়াডাঙ্গার কৃতি সন্তান মরহুম আব্দুল ওদুদ স্বরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।