নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টির বেলা শেষে আবারও বাড়তে শুরু করেছে তাপপ্রবাহ। গতকাল শনিবার বেলা ৩টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে এ জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মাঝারি ধরণের তাপপ্রবাহ। আরও তিনদিন রয়েছে তাপমাত্র বৃদ্ধির সম্ভাবনা।
জানা যায়, এর আগে গত মঙ্গলবার (২০ এপ্রিল) এ জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওইদিনই চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছিল বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনার কথা। বুধবার রাতে এ জেলায় ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত শুক্রবার থেকে পুনরায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শুত্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠেছিলো ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তার পরের ৩ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, ‘এ জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মাঝারি ধরণের তাপপ্রবাহ। এর আগে চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত মঙ্গলবার (২০ এপ্রিল) ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার রাতে শূন্য দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাতের পরে তাপমাত্রা আনেকটায় কমে আসে। তবে আজ (গতকাল শনিবার) থেকে আগামী দুই-তিনদিন এ জেলার তাপপ্রবাহ আরও আড়বে।’
