চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১ ডিসেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় ফিরেছেন জিপু : সিদ্ধান্ত আজ

সমীকরণ প্রতিবেদন
ডিসেম্বর ১, ২০২০ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও রাজনীতিতে চমক দিয়ে চুয়াডাঙ্গায় ফিরেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। হাজার হাজার নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি চুয়াডাঙ্গায় ফেরেন গতকাল সোমবার সন্ধ্যায়। ঢাকা থেকে সড়কপথে ওবায়দুর রহমান চৌধুরী জিপু চুয়াডাঙ্গার প্রবেশপথ বদরগঞ্জ দশমাইল বাজারে পৌঁছালে সেখানে দলীয় নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। পরে দুই শতাধিক মোটরবাইক আর বেশ কয়েকটি গাড়ি বহরে তিনি চুয়াডাঙ্গা শহরে আসেন। পথের মধ্যে বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। গাড়ি থেকে নেমে তিনি সকল স্থানেই শুভেচ্ছাবিনিময় করেন। পরে শহরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের বাসভবনে এসে গাড়িবহর থামে। সেখানে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চার নেতা-কর্মীরা ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে সিন্ধান্তের অপেক্ষায় থাকলেও তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে কোনো বক্তব্য দেননি। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নেতা-কর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান।
অপর একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে দলের সিনিয়র নেতা-কর্মীরা বসে সিদ্ধান্ত নিবেন ওবায়দুর রহমান চৌধুরী জিপু নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।