চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় এ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে এ মহড়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অগ্নিনির্বাপণ মহড়ায় অগ্নিকান্ড থেকে উদ্ধার ও অগ্নিকান্ড হতে বাঁচার কলা-কৌশল, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, বিদ্যুতের শর্ট-সার্কিটের আগুন নেভানো, গ্যাস ও পানি দিয়ে আগুন নেভানোসহ বিভিন্ন পদ্বতিতে আগুন নেভানোর কৌশল দেখানো হয়। অগ্নিনির্বাপণ মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার, জান্নাতুল ফেরদৌস, ফিরোজ হোসেন, সুরাইয়া মমতাজ, হাবিবুর রহমান প্রমুখ।