সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় পথশিশু প্রতিবন্ধী বিদ্যালয়ের চারজন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। নতুন হুইল চেয়ার পেয়ে অনেক খুশি হয় প্রতিবন্ধীরা ও তাদের পরিবার। কারণ হুইল চেয়ারটি পেয়ে তাদের চলাচল ব্যবস্থা সহজ হলো। এখন থেকে তারা নিজেরাই নিজেদের মত করে চলাফেরা করতে পারবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূইয়া। সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আল ইমরান জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, সার্টিফিকেট সহকারী সোহবান আলী, সহকারী প্রশাসনিক কর্মকর্তা সারজিনা খাতুন, সিএ শফিকুল ইসলাম, হিসাব সহকারী রাসেল রানা প্রমুখ।