চুয়াডাঙ্গা শুক্রবার , ৩০ অক্টোবর ২০২০

চুয়াডাঙ্গায় পৌর মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

সমীকরণ প্রতিবেদন
অক্টোবর ৩০, ২০২০ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌর এলাকার ৬নং ওয়ার্ডের হাজরাহাটি এলাকায় এ নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। নির্বাচনী পথসভা ও গণসংযোগে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান। এসময় আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড সভাপতি মো. শাহাজামাল মুন্সি, যুগ্ম-সাধারণ সম্পাদক ওহিদ মুন্সি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহিন, হাবিবুর রহমান মাস্টার, ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জোয়ার্দ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাগর, কামরুল ইসলাম, রোকনুজ্জামান সবুজ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সুমন, রাজা, ইন্তা, হৃদয়, হাসিবুল, হামিদুল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং স্থানীয় সাধারণ জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।