সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় রহমত আলী (২৫) ও ইব্রাহিম মণ্ডল (১৮) নামের দুই যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর ও দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন দূর্গাপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম রহমত আলী সদর উপজেলার হানুর বাড়াদী গ্রামের স্কুলপাড়ার মাদার আলীর ছেলে ও ইব্রাহিম মণ্ডল দামুড়হুদা উপজেলার পিরপুর কুল্লা গ্রামের হায়দার আলীর ছেলে।
জানা যায়, গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলো রহমত আলী। পথিমধ্যে হায়দারপুর তালবাগান ব্রিজ পার হলে চুয়াডাঙ্গা মুখি অপরএকটি ট্রাক্টরের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় রহমত আলীও ওই দুর্ঘটনার শিকার হন। ট্রাক্টর চালক ও ট্রাকক চালক হতাহত না হলেও গুরুতর জখম হন মোটরসাইকেলচালক রহমত আলী। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে, গতকাল বেলা ১১টার দিকে পিরপুরকুল্লা গ্রাম থেকে নিজ মোটরসাইকেলযোগে দর্শনায় যাচ্ছিলেন ইব্রাহিম মণ্ডল। পথের মধ্যে দর্শনা থানাধীন দুর্গাপুর গ্রামে পৌঁছালে সামনে থেকে আসা ট্রাকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পওে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি রাখেন।
