নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাটের নিকট ট্রাক্টর ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন আহত হন ও চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল মর্তুজাপুরে পাখিভ্যান ও সাইকেলের সংঘর্ষে অপর একজন আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুদিয়া মোল্লাপাড়ার কায়েম আলীর ছেলে ইজিবাইক চালক আব্দুল মান্নান (৪২), একই উপজেলার হানুড়বাড়াদী গ্রামের কাজীপাড়ার আজগড় আলীর ছেলে আব্দুর রহিদ (৬০), দামুড়হুদা উপজেলার গোপালপুর গামের খালপাড়ার ট্যাংরা মিয়ার মেয়ে ভানু বেগম (৬০) ও ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার আব্দুল মালেকের ছেলে রানা (১৫)।
জানা যায়, জানা যায় গতকাল সকালে আব্দুল মান্নানের ইজিবাইকযোগে কুষ্টিয়া জেলার পোড়াদহে ব্যাবসার জন্য কাপড় কিনতে যান আব্দুর রহিদ ও ভানু বেগম। পোড়াদহ থেকে একই ইজিবাইকযোগে ফেরার পথে বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট মোড়ে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইক চালক আব্দুল মান্নান, আব্দুর রহিদ ও ভানু বেগম গুরুতর জখম হন।
এদিকে, গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা দশমাইল মর্তুজাপুরে বোনের শ্বশুর বাড়ির সামনের সড়কে সাইকেল চালানোর একটি পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় রানার। এতে রানার ডান পায়ের একটি হাড় ভেঙে গুরুতর জখম হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ইজিবাইক ও ট্রাক্টরের সংঘর্ষে এক নারীসহ গুরুতর জখম চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁদের প্রত্যেকের শরীরে গুরুতর জখম হয়েছে। এছাড়াও পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সাইকেল আরোহী এক শিশুর ডান পায়ের একটি হাড় ভেঙে গুরুতর জখম হয়েছে। আহতদের জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত