চুয়াডাঙ্গায় পৃথক স্থানে হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
- আপলোড টাইম : ১১:২৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
- / ৩০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, নাসির উদ্দিন, অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদউজ্জামান লিটু, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক এ. নাসির জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব, প্রচার সম্পাদক ফেরদৌসওয়ারা সুন্না, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, সদস্য আ. ওহাব, পৌর আওয়ামী লীগ সভাপতি জহুরুল জোয়ার্দ্দার, ১নং ওয়ার্ড সেক্রেটারী রমজান আলী চান্দু, শ্রমিকলীগ সভাপতি আফজালুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক, আইনজীবী সমিতির অ্যাড. রবিউল হক, অ্যাড. জয়েন উদ্দিন, অ্যাড. ওয়ালি উল ইসলাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা মহসিন আলী, যুবলীগ নেতা আরেফিন আলম রঞ্জু, কাদের, কাবা, লালা, রশিদ, টুটুল, মাসুম, রুবেল, টিপু, ডালিম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিরাজুল আলম ঝন্টু, বঙ্গবন্ধু স্বাস্থ্য বিভাগের আরমান আলী, পাভেল, স্বপন, খালিদ, রাজু, ফিরোজসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা ইবাদত আলী। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর পরিবারের সদস্যসহ চিকিৎসার জন্য কলকাতায় গমন করেন হুইপ ছেলুন। সেখানে তিনি ডি-হাইড্রেশন রোগে আক্রান্ত হলে মেডিকোলাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর শারীরিক অবস্থায় দ্রুত উন্নতি লাভ করে। মেডিসিন বিশেষজ্ঞ ডা: চিন্ময় মাইতি কয়েক দিনের জন্য অবজারভেশনে থাকার পরামর্শ দেন।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার হক ছেলুন এমটি কলকাতার মেডিকা স্পোশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার রোগমুক্তি কামনা করে গতকাল বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবা সাঈদ পিন্টু, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান টুটুল, ইউনিয়ন পরিষদ সদস্য দাউদ আলী, মহাবুল ইসলাম, নজরুল ইসলাম, জেসমিন, হাসিনা খাতুন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, হাসেম মেম্বার, আইনাল মেম্বার, বকুল হোসেন, সোহাগ আলী, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, খাইরুল ইসলাম, নজরুল ইসলাম, আজিবার রহমান, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, জমির উদ্দিন, ওহাব মোল্লা, ছাত্রলীগ নেতা রাজিব প্রমূখ। হুইপ মহোদয়ের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ শহিদুল ইসলাম।