শিরোনাম:
চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সাপ ও কুকুরের কামড়ে আহত দুই শিশু
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১০:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
- / ৩৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সাপ ও কুকুরের কামড়ে দুই শিশু আহত হয়েছে। গতকাল শনিবার সকালে সাপ ও কুকুরের কামড়ের এই ঘটনা ঘটে। সাপ ও কুকুরের কামড়ে আহত শিশু দু’জন হলো- দামুড়হুদা কুড়ালগাছী বাজারপাড়ার আব্দুর রশিদের ছেলে আশিক (১২) ও নাগদাহ জহুরুল নগরের ইউনুসের মেয়ে এলেন (১১)।
জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে নিজেদের ধানক্ষেত দেখতে গিয়েছিল আশিক। এসময় একটি সাপে তার পায়ে কামড় দিলে আশিক দ্রুত বাড়ি ফিরে সাপে কামড়ের ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে, গতকাল সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে খেলা করার সময় একটি কুকুর হঠাৎ করেই কামড় দেয় শিশু এলেনকে। এসময় এলেনের পরিবারের সদস্যরা এলেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
ট্যাগ :