চুয়াডাঙ্গায় পৃথকস্থানে ২ কিশোরীর বিষপানে আত্মহত্যা
- আপলোড টাইম : ০৯:২৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
- / ৩৩৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে বিষপানে দুই কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার পৃথকস্থানে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী দুই কিশোরী হলো- চুয়াডাঙ্গা পদ্মবিলা ইউনিয়নের ৬ মাইল বুড়োপাড়ার ইয়াস উদ্দীনের মেয়ে রাশেদা খাতুন (১৬) ও চুয়াডাঙ্গা তিতদহ ইউনিয়নের সড়াবাড়িয়া মাঝের পাড়ার ইয়াদ আলীর মেয়ে এবং একই ইউনিয়নের বলদিয়া কাজলপাড়ার শিপন আলীর স্ত্রী ইয়ানূর খাতুন (১৭)।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে পিতার খাবার নিয়ে মাঠে গিয়েছিল মানসিক প্রতিবন্ধী রাশেদা খাতুন। মাঠে যেয়ে পিতাকে খুজে না পেয়ে বাড়ি ফেরার সময় আমবাগানে পরে থাকা বিষপান করে। এরপর বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যদেরকে রাশেদা নিজেই জানায় সে বিষপান করে ফেলেছে। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থাতেই মানসিক প্রতিবন্ধী কিশোরি রাশেদা খাতুন মারা যায়।
এদিকে, শ্বশুর বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছে এক নববধু। গত বৃহস্পতিবার ৯ জুলাই সন্ধার দিকে পারিবারিক কলহ নিয়ে শ্বাশুড়ির সাথে বাকবিতন্ডার একপর্যায়ে বিষপান করে কিশোরী ইয়ানূর খাতুন। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হিজলগাড়ি বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎসা নিয়ে রাতেই বাড়ি ফেরে। পরদিন সকাল শুক্রবার সকাল ১১দিকে তার মৃত্যু হয়।