শিরোনাম:
চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
- / ৪২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শান্তিপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে প্রতিবেশীসহ ৪ জন আহত হয়ছে। এ ঘটনায় আহতরা হলো- চুয়াডাঙ্গা শান্তিপাড়ার মৃত ফজের আলীর স্ত্রী জরিমন (৪০), মৃত ফজের আলীর মেয়ে আশা (২২), একই এলাকার প্রতিবেশী লুৎফারের স্ত্রী রোকেয়া (৩৫) ও ঠান্ডু মিয়ার স্ত্রী রানী (৩০)। জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা শান্তিপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি ও ইট ছোড়াছুড়িতে ৪ জন আহত হয়। এ সময় তাদেরকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি আভিযোগ করেছে বলে জানায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
ট্যাগ :