চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত চার শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার পৃথক পৃথক সময়ে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দরা। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে পরিবহন শ্রমিক পৌর এলাকার কেদারগঞ্জের মৃত বাবলু ও তালতলার মৃত মনিরুল ইসলামের পরিবারের মাঝে এবং একই দিনে বেলা ১১টায় আলমডাঙ্গা শাখা কার্যালয়ে পরিবহন শ্রমিক আলমডাঙ্গার মৃত সোবহান ও মৃত আলতাব উদ্দীনের পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেয় পরিবহন শ্রমিক নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, সহসম্পাদক শহিদ হোসেন, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম এবং মাইক্রো-কার শাখার সম্পাদক জুলিয়াস আহামেদ মিল্টু, সহ সম্পাদক রানা ও আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ, সম্পাদক আলাউদ্দিন আলা, সহসভাপতি আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ শাহাবুল হক, কার্যকারী সদস্য রবিউল হক প্রমূখ। (বিজ্ঞপ্তি)