ইপেপার । আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় পঁচা গম বাজেয়াপ্তসহ তিন হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
  • / ৪৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পঁচা দুর্গন্ধযুক্ত পোকায় ধরা নষ্ট গম বাজেয়াপ্তসহ তিন হাজার টাকা জরিমানা গুনতে হলো চুয়াডাঙ্গা শহরের এতিমখানাপাড়ার হযরতকে। মানুষ, মৎস্যসহ পশু খাদ্যে’র অনুপযোগী হওয়ায় মাটির নিচে পুতে ফেলার নির্দেশ দেওয়া হয় এ গম। গতকাল শনিবার দুপুর ১২টার পর চুয়াডাঙ্গা শহরতলীর হাটকালুগঞ্জ এলাকায় একটি চাতালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। জানা যায়, এতিমখানা পাড়ার ভূষিমাল ব্যবসায়ী হযরত কয়েকদিন আগে আংশিক ভেজা ৪৫ টন গম কিনে আনেন। কিছু টাকা আয় করার আশায় হাটকালুগঞ্জ এলাকার একটি চাতাল ভাড়া নিয়ে গমগুলো শুকানোর চেষ্টা করেন তিনি। কয়েকদিন একটানা বৃষ্টির কারনে নষ্ট হয়ে যায এসকল গম। নষ্ট গমের কারনে পার্শ্ববর্তী একটি পুকুরের কিছু মাছও মারা যায়। এবিষয়ে স্থানীয়রা অভিযোগ করলে গতকাল সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী মোবাইল কোর্টের মাধ্যমে গমের মালিককে তিন হাজার টাকা জরিমানাসহ বাজেয়াপ্ত করেন নষ্ট হওয়া সকল গম। এছাড়াও গমগুলো মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন। অভিযানকালিন সময়ে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হামিদুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পঁচা গম বাজেয়াপ্তসহ তিন হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮

নিজস্ব প্রতিবেদক: পঁচা দুর্গন্ধযুক্ত পোকায় ধরা নষ্ট গম বাজেয়াপ্তসহ তিন হাজার টাকা জরিমানা গুনতে হলো চুয়াডাঙ্গা শহরের এতিমখানাপাড়ার হযরতকে। মানুষ, মৎস্যসহ পশু খাদ্যে’র অনুপযোগী হওয়ায় মাটির নিচে পুতে ফেলার নির্দেশ দেওয়া হয় এ গম। গতকাল শনিবার দুপুর ১২টার পর চুয়াডাঙ্গা শহরতলীর হাটকালুগঞ্জ এলাকায় একটি চাতালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। জানা যায়, এতিমখানা পাড়ার ভূষিমাল ব্যবসায়ী হযরত কয়েকদিন আগে আংশিক ভেজা ৪৫ টন গম কিনে আনেন। কিছু টাকা আয় করার আশায় হাটকালুগঞ্জ এলাকার একটি চাতাল ভাড়া নিয়ে গমগুলো শুকানোর চেষ্টা করেন তিনি। কয়েকদিন একটানা বৃষ্টির কারনে নষ্ট হয়ে যায এসকল গম। নষ্ট গমের কারনে পার্শ্ববর্তী একটি পুকুরের কিছু মাছও মারা যায়। এবিষয়ে স্থানীয়রা অভিযোগ করলে গতকাল সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী মোবাইল কোর্টের মাধ্যমে গমের মালিককে তিন হাজার টাকা জরিমানাসহ বাজেয়াপ্ত করেন নষ্ট হওয়া সকল গম। এছাড়াও গমগুলো মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন। অভিযানকালিন সময়ে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হামিদুর রহমান।