সমীকরণ প্রতিবেদন: কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ওয়েভ ট্রেনিং সেন্টারে এসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এতে সভাপতিত্ব করেন নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতার।
বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ের সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ, সিনিয়র সাংবাদিক মানিক আকবর ও উদীচী চুয়াডাঙ্গার সভাপতি জহির রায়হান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক শাহ আলম সনি। বক্তারা নিউজ টোয়েন্টিফোরের সংবাদের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কমনা করেন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।