চুয়াডাঙ্গায় নতুন ৯ জন আক্রান্ত, সুস্থ ২২

করোনায় সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯২
সমীকরণ প্রতিবেদন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৬৮ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭৪ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ২৪ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এক দিনে নতুন সুস্থ হয়েছেন ২২ জন। এছাড়া মেহেরপুরে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪৬ জন। জেলায় গতকাল নতুন ২২ জনসহ এ পর্যন্ত মোট ৯৯৯ জন সুস্থ হয়েছেন। নতুন শনাক্ত ৯ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলা ১ জন ও জীবননগর উপজেলার ১ জন রয়েছেন। ৯ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী। বয়স ১৫ থেকে ৫৮ বছরের মধ্যে।
জানা যায়, গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ২২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল উক্ত নমুনার মধ্যে ২২টি নমুনার ফলাফলই সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৯টি নমুনার রিপোর্ট পজিটিভ ও বাকি ১৩টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ কোনো নমুনা সংগ্রহ করেনি। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ২৫৩টি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গায় নতুন আক্রান্ত ৯ জনই হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের সার্বিক খোঁজখবর নিয়ে হোম আইসোলেশন অথবা প্রতিষ্ঠানিক আইসোলেশন নিশ্চিত করা হবে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ২৫৩টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ১৪৮টি, পজিটিভ ১ হাজার ৩৪৬টি ও নেগেটিভ ৩ হাজার ৮০২টি। গতকাল নতুন ২২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৯৯৯ জন ও মৃত্যু ৩১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ২৮১ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ২৫ জন।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ২ জন ও মুজিবনগরে ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮১ জনে। গতকাল সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাপ্ত ১৪টি রির্পোটের মধ্যে ৩টি পজিটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৩ হাজার ৭৮২টি। মেহেরপুর জেলায় বর্তমানে আক্রান্ত রয়েছেন ৬০ জন (সদর ২৩, গাংনী ২৬ ও মুজিবনগরে ১১ জন)। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জন। তাঁর মধ্যে সদরে ৭, গাংনী ৬ ও মুজিবনগরে ২ জন। সুস্থ হয়েছেন ৪৬৩ জন। অন্যত্র ট্রান্সফার্ড করা হয়েছে ৪০ জনকে।