সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৬১৫
সমীকরণ প্রতিবেদন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৪৮২৩ জন। এছাড়া একই সময়ে আরও ১৬১৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩,৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২,৩৭৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ২,৪৭,৯৬৯ জন। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে, চুয়াডাঙ্গায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল নতুন সুস্থ হয়েছেন ২৫ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭৭ জনে। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন ও দামুড়হুদা উপজেলার ২ জন রয়েছেন। ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। বয়স ২২ থেকে ৬৭ বছরের মধ্যে। গতকাল জেলায় নতুন ২৫ জনসহ এ পর্যন্ত ১১২৫ জন সুস্থ হয়েছেন।
জানা যায়, গত মঙ্গলবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল উক্ত নমুনার মধ্যে ৩০টি নমুনার ফলাফলই সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৬টি নমুনার রিপোর্ট পজিটিভ ও বাকি ২৪টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ নতুন ২৮টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৭টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৪টি, জীবননগর উপজেলা থেকে ৭টি নমুনাসহ সংগৃহীত ২৮টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সুস্থ হয়েছেন ২৫ জন। গতকাল হোম আইসোলেশন থেকে সদর উপজেলার ১২ জন, আলমডাঙ্গা উপজেলার ১৩ জনসহ আরও ২৫ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৪৪৫টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৩০৫টি, পজিটিভ ১ হাজার ৩৭৭টি ও নেগেটিভ ৩ হাজার ৯২৮টি। গতকাল নতুন ২৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১২৫ জন ও মৃত্যু ৩২ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ১৮৮ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ২০ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৫ জনের। সব মিলিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৭ জন।