ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় দু’দল যুবকের বিরোধ : আহত অনিককে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়ায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
  • / ৪১০ বার পড়া হয়েছে

হাসপাতালের জরুরি বিভাগে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম!
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রকাশ্যে রাব্বি শেখ নামের এক যুবক কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। এরিপোর্ট লেখাপর্যন্ত প্রকাশ্যে কুপানোর ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, দূর্বৃত্তরা হামলায় রাব্বির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত রাব্বি শেখ (২২) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার সাজু শেখের ছেলে। এবং সে পেশায় একজন রাজমিস্ত্রী। এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রকাশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল যুবকের প্রকাশ্যে একজনকে কুপিয়ে আহতের ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বলতে থাকেন মানুষ যেখানে চিকিৎসা সেবা নিতে আসছেন, সেখানেও যদি বখাটে যুবকরা এভাবে হামলা চালায়, তাহলে সাধারন মানুষের নিরাপত্তা পাবে কোথায়? এঘটনার পর হাসপাতাল এলাকাসহ সারা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে না পারায় সাধারন মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বিকেলে শহরের ইসলামপাড়া এলাকায় দু’দল যুবকের মধ্যে বিরোধ চলছিল। এতে অনিক নামের এক যুবককে হাতুড়ি দিয়ে জখম করা হয়। পরে রাব্বি আহত অনিককে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এতে অনিকের উপর হামলাকারিরা ক্ষীপ্ত হয়। এবং ওই হামলাকারির ৩/৪ জন যুবক সদর হাসপাতালের জরুরি ঢুকে প্রকাশ্যে রাব্বি শেখকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।
জখম রাব্বি বলেন, অনিক নামের এক ছেলেকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। পরে জরুরি বিভাগের মধ্যে অনিককে চিকিৎসার জন্য হাসপাতালে আনার অপরাধে আমাকে কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। এসময় রাব্বি হামলাকারী সকলে তার পরিচিত বলে পুলিশকে জানায়।
এদিকে, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবির জানান, এটা একটি অনাকাঙ্খিত ঘটনা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পরে সদর হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে পুলিশ প্রকৃতদের সনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং এ ঘটনায় রাব্বি’র পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। হামলাকারী অপরাধীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় দু’দল যুবকের বিরোধ : আহত অনিককে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়ায়

আপলোড টাইম : ১০:২৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮

হাসপাতালের জরুরি বিভাগে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম!
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রকাশ্যে রাব্বি শেখ নামের এক যুবক কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। এরিপোর্ট লেখাপর্যন্ত প্রকাশ্যে কুপানোর ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, দূর্বৃত্তরা হামলায় রাব্বির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত রাব্বি শেখ (২২) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার সাজু শেখের ছেলে। এবং সে পেশায় একজন রাজমিস্ত্রী। এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রকাশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল যুবকের প্রকাশ্যে একজনকে কুপিয়ে আহতের ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বলতে থাকেন মানুষ যেখানে চিকিৎসা সেবা নিতে আসছেন, সেখানেও যদি বখাটে যুবকরা এভাবে হামলা চালায়, তাহলে সাধারন মানুষের নিরাপত্তা পাবে কোথায়? এঘটনার পর হাসপাতাল এলাকাসহ সারা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে না পারায় সাধারন মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বিকেলে শহরের ইসলামপাড়া এলাকায় দু’দল যুবকের মধ্যে বিরোধ চলছিল। এতে অনিক নামের এক যুবককে হাতুড়ি দিয়ে জখম করা হয়। পরে রাব্বি আহত অনিককে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এতে অনিকের উপর হামলাকারিরা ক্ষীপ্ত হয়। এবং ওই হামলাকারির ৩/৪ জন যুবক সদর হাসপাতালের জরুরি ঢুকে প্রকাশ্যে রাব্বি শেখকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।
জখম রাব্বি বলেন, অনিক নামের এক ছেলেকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। পরে জরুরি বিভাগের মধ্যে অনিককে চিকিৎসার জন্য হাসপাতালে আনার অপরাধে আমাকে কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। এসময় রাব্বি হামলাকারী সকলে তার পরিচিত বলে পুলিশকে জানায়।
এদিকে, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবির জানান, এটা একটি অনাকাঙ্খিত ঘটনা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পরে সদর হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে পুলিশ প্রকৃতদের সনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং এ ঘটনায় রাব্বি’র পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। হামলাকারী অপরাধীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।