নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা নিচের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুজন পেয়াঁজ ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নিচের বাজারে এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় এক পেয়াঁজ ব্যবসায়ীকে এক হাজার এবং অপর এক ব্যবসায়ীকে ৫ শ টাকা জরিমানা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও জেলা বাজার কর্মকর্তা শহিদুল ইসলাম। নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।