চুয়াডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে ডা. মাহবুব মেহেদী
- আপলোড টাইম : ০৯:৩৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৪২২ বার পড়া হয়েছে
এ জেলার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই
নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদরের পাঁচমাইল বাজারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে তিনি এই ফ্রি-মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপি এই ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। আজ এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে। নানা ক্ষেত্রে যেমন সুনাম রয়েছে চুয়াডাঙ্গা জেলার। তেমনি দেশের অন্যতম অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত জেলা এটি। এ জেলার মানুষের মধ্যে অধিকাংশই দারিদ্রসীমার নিচে বসবাস করেন। দারিদ্রতা মোকাবিলায় আমার প্রথম ও প্রধান লক্ষ্য হবে এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করা। এলাকার মানুষেকে সাথে নিয়ে নির্বাচনী এলাকাসহ সমগ্র চুয়াডাঙ্গা জেলার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, তাহলে বলতে হয় ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক’।
এসময় তিনি আরো বলেন চুয়াডাঙ্গা জেলার বিজ্ঞান শিক্ষা ও শিল্প বিস্তারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন ঘটাতে চাই। শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কৃষি ভিত্তিক শিল্পাঞ্চল, মেডিক্যাল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ গড়ে তুলতে চাই চুয়াডাঙ্গা জেলায়। সৃজনশীল কর্মের মাধ্যমে এই জেলায় বেকারত্ব ও দারিদ্রতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। এসময় প্রফেসর ডা. মেহেদীর আহ্বান জানান, ‘আসুন আমরা সবাই নৌকায় ভোট দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ি এবং মধ্যম আয়ের দেশ থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।’
উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ বলেন- প্রফেসর ডা. মেহেদী চুয়াডাঙ্গার গর্ব। তিনি শুধুমাত্র উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থোপেডিক সার্জনই নয় সমাজকল্যাণে মাদার তেরেসা শান্তি পুরস্কার, নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কারসহ বিভিন্ন পদক ও পুরষ্কারপ্রাপ্ত একজন সৎ ও জ্ঞানি নেতা। চুয়াডাঙ্গা এক আসনে তিনি নৌকার কান্ডারি হলে এই জেলার উন্নতি হবে। সর্বক্ষেত্রে চুয়াডাঙ্গা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে।
প্রধান বক্তার বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর মনোনয়ন কামনা করেন এবং সকল প্রকার সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
চুয়াডাঙ্গা সদর থানা কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজি আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পদ্মবিলা ইউপি মজিবুল হক, জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম, পদ্মবিলা ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশাদুল হক।
উদ্বোধনি অনুষ্ঠানের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর সাথে শাহাদত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে উঠে দাঁড়িয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়। পরে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পে ফ্রি ঔষধপত্রসহ প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী এবং বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১৫ জন চিকিৎসক রোগি দেখেন। দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা নেন প্রায় দুই হাজার জন মানুষ। দিনব্যাপি ফ্রি-মেডিকেল ক্যাম্পটি সার্বিভাবে সহযোগীতা করেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু ও পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রানা।
এসময় আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আবেজউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু বকর, বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, ডাউকি আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনিয়ার হোসেন, মোমিনপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লিহাজ উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারালীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না), আইলহাঁস ইউনিয়ন যুব লীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ, মোমিনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মিল্টন, চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হুমায়ন কবির, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানজীর আহমেদ, জেহালা ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারীক, ডাউকি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহুরুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আশাবুল হক আশা, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আশা মেম্বার, পদ্মবিলা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তার আলী, শংকরচন্দ্র ৩নং ওয়ার্ড মেম্বার আফিল উদ্দীন, জেহালা ইউনিয়ন যুবলীগ সভাপতি মঈন, মাখালডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মুক্তার আলি, সদস্য আহম্মদ, পদ্মবিলা ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম, ডা. বাবুল বিশ্বাস, ডা. ডাবলু, ডা. সুমন, ডা. শাওন, ডা. শফিকুল, ডা. সদরুল, ডা. লিটন, ডা. কারিউল, মোমিনপুরের যুবলীগ নেতা আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা ফরিদ জোয়ার্দ্দার, দেলোয়ার, শাহিন জোয়ার্দ্দার, কারিউল, বিপ্লব আহমেদ, ছানু, সুজন, সাবেক ছাত্রলীগ নেতা মিশকাত, মামনুন, ছাত্রলীগ নেতা ইমরান, হাসান, জিনু, পিয়াস, আগুন প্রমুখ।