
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান হকি খেলোয়াড় বাছাই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় হকি খেলোয়াড় বাছাই শেষে তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। বাছাইকৃত এসব খেলোয়াড়দের ২১দিন ব্যাপী বাংলাদেশ হকি ফেডারশনের তত্বাবধানে প্রশিক্ষন প্রদান করা হবে।প্রশিক্ষনের দায়িত্বে আছেন হকি ফেডারেশনের কোচ আঃ সামাদ মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সস্থার সহ-সভাপতি হুমায়ুন কবীর মালিক, অতিরিক্ত সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য সালাউদ্দিন মোঃ মর্তূজা,ওবাইদুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার প্রমুখ।