সমীকরণ প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রার্দুভাবে চুয়াডাঙ্গায় কর্মহীন অসহায় মানুষের মধ্যে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া অসহায় ১০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, লবন, হলুদসহ শুকনা খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। তারা দেবী ফাউন্ডেশনের নিজস্ব দুটি গাড়িতে করে রাতের অন্ধকারে করোনাভাইরাসের প্রার্দুভাবে লকডাউনে থাকা মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। জনগনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সার্বিক সগযোগিতায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, প্রকল্প পরিচালক নুর মোহাম্মদসহ তারা দেবী ফাউন্ডেশনের দুটি টিম।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।