চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। তারাই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদরের সরিষাডাঙ্গা রোমেলা খাতুন রহমানিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং ভালাইপুর বাজারের অসহায় লেবারদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে ভালাইপুর বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সভাপতি হাজি মো. আমির হোসেনসহ অত্র এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
এদিকে রাতে চুয়াডাঙ্গা সদরের সরিষাডাঙ্গা রোমেলা খাতুন রহমানিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এর অসহায় হতদরিদ্র ছাত্রদের শীত নিবারনের জন্য তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এসময় অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাজুসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সরিষাডাঙ্গা রোমেলা খাতুন রহমানিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং ভালাইপুর বাজারের অসহায় লেবারদের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।