নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তাবলীগ জামায়াতের জেলা ভিত্তিক বিশ্ব ইজতেমার গতকাল বাদ আছর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে। আয়োজকদের ধারণা দ্বিগুন মুসল্লীর সমাগম ঘটেছে ইজতেমাস্থলে। আজ শুক্রবার মুসল্লী সমাগম আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইজতেমা মাঠে নিছিদ্র নিরাপত্তা বলয় তৈরী করেছে পুলিশ প্রশাসন। সিনিয়র সহকারী পুলিশ সুপার ছূফী উল্লাহ নিজে স্ব-শরীরে উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে। পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধূরী জিপু সার্বক্ষনিক মাঠে উপস্থিত থেকে বয়ান শুনছেন এবং তদারকি করছেন। তাবলীগ জামায়াতের মুরুব্বী মাও. জুবায়ের মুসল্লীদের উদ্যেশে বয়ান রাখছেন। বিভিন্ন খিত্তায় মুসল্লীরা অবস্থান করে বয়ান শুনছেন। দৈনিক সময়ের সমীকরণে প্রতিবেদন প্রকাশিত হলে কয়েকটি মেডিকেল টিম বসেছে ইজতেমা সংলগ্ন মাঠে। তবে, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স নেই ইজতেমা মাঠে। আগতরা মুসল্লীদের উৎফুল্ল অংশগ্রহন ইজতেমা প্রাঙ্গনে যেন জান্নাতি পরিবেশ সৃষ্টি হয়েছে। তাবলীগ মুরুব্বীগন ইসলামের বিভিন্ন বিষয়ে বয়ান রাখছেন। । ইজতেমায় চুয়াডাঙ্গা ছাড়াও পাশ্ববর্তী মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, সাতক্ষীরা, নড়াইল ও খুলনা এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের ৭টি দেশের মুসল্লীসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মুসল্লী ইজতেমা ময়দানে সার্বক্ষনিক বয়ান শুনছেন। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর বাদ আছর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়ে আগামীকাল ২৬ নভেম্বর আখেরী মোনাজাতের মধ্যদিয়ে এই ইজতেমার কার্যক্রম শেষ হবে।