নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে দু’কিলোমিটার দূরের পাঁচফোঁকট নামকস্থান থেকে শনিবার সকাল ১০টায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রফি মিয়া (২৪) ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে। চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোহাম্মদ মামুন জানান, ‘রাতের কোনো এক ট্রেনে কাটা পড়ে রফি মিয়া নিহত হয়। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা হয়েছে।’ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রফি শুক্রবার দিনের বেলায় রাগ করে বাড়ি থেকে বের হয়। তাদের ধারণা সে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।’
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।