চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ট্রাকের ধাক্কায় রহমত উল্লাহ (৪৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর একটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রহমত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আলুকদিয়া মল্লিকপাড়ার শহর আলী মোল্লার ছেলে ও ভালাইপুর মান্নান খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। জানা যায়, সকাল ১০টার দিকে ভালাইপুরে প্রাইভেট পড়িয়ে নিজ বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শিক্ষক রহমত উল্লাহ। পথের মধ্যে আলুকদিয়া বাজারে পৌঁছালে ভালইপুর থেকে চুয়াডাঙ্গা মুখি একটি দ্রুতগোতীর ট্রাক তাঁকে ধাক্কায় দেয়। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।