চুয়াডাঙ্গায় টানা বর্ষনে পৌর এলাকার বিভিন্ন নিচু জায়গা প্লাবিত দিনভর পৌর মেয়র জিপু চৌধুরী কর্মব্যস্ততা
- আপলোড টাইম : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬
- / ৪৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: নিম্মচাপের কারণে দেশের বিভিন্ন জেলার মত চুয়াডাঙ্গাতেও শনিবার দিনভর কখনো ভারি আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। কোন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কোন এলাকায় আবার ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে জলজটের সৃষ্টি হয়। বৃষ্টির ভিতরেই চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু পৌর এলাকার বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন। তিনি জলবদ্ধতাপূর্ণ এলাকা পরিদর্শনকালে নিজেই ড্রেনেজ ব্যবস্থার উন্নতির কাজ কাজ শুরু করে দেন। শনিবার দিনভর পৌর মেয়র শহরের মাঝের পাড়া, শেখ পাড়া, সবুজ পাড়া ও পলাশপাড়াসহ পৌর এলাকার জলবদ্ধাতাপূর্ণ এলাকায় নিজে পৌর শ্রমিকদের সাথে কাজ শুরু করেন। এ সময় তিনি অনেক এলাকা নিজেই পানি মুক্ত করেন এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। পৌর মেয়র পৌরবাসীকে আশ্বস্ত করে বলেন, পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে আমি ও আমার পরিষদ নিরন্তর কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে অনেক এলাকায় রাস্তাঘাটসহ ড্রেনেজ ব্যবস্থার আমুল পরিবর্তন করা হয়েছে। এখনো কিছু এলাকায় সমস্যা বিদ্যমান রয়েছে। আগামী অর্থবছরে সেই এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতিরও আশ্বাস দেন পৌর মেয়র।