নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে পরিচালিত শিশু দিবাযতœ ডে কেয়ার) কেন্দ্রের উদ্বোধন হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এই ডে কেয়ার কেন্দ্রের উদ্ভোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেব প্রসাদ পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ফিটা কেটে শিশু দিবাযত কেন্দ্রের উদ্বোধন করা হয়।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।