চুয়াডাঙ্গায় জেলা জাপার কাউন্সিল অধিবেশন : অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে কেন্দ্রীয় নেতারা
- আপলোড টাইম : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
- / ৩৬২ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জাতীয় পার্টির চুয়াডাঙ্গা ফেরীঘাট রোডের জেলা কার্যালয়ে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সর্দার মো. শাহজাহা। প্রধান বক্তা ছিলেন যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহবুদ্দিন বিশ্বাস খোকন, সহ-সভাপতি জাহিদুল হাসান জোয়ার্দ্দার, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, দামুড়হুদা উপজেলা জাপার সভাপতি শহিদুল আলম, জীবননগর উপজেলা সভাপতি রবিউল হোসেন ও আলমডাঙ্গা উপজেলা সভাপতি জাহিদ হোসেন রেন্টু।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। অতীত নির্বাচনগুলোতে জাতীয় পার্টির সাথে জোট করে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও অবহেলিত থেকেছেন জাতীয় পাটির নেতাকর্মিরা। তাদের মূল্যায়ন করা হয়নি। সাধারণ মানুষের আশা-আকাঙ্খার পূরণ হয়নি। দেশের পরিবর্তন করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। ৪৩টি নতুন জেলা করেছিলেন তিনি। এ কারণের মানুষের চাকরির সুযোগ-সুবিধা বাড়ানো সম্ভব হয়েছিল। পরের কোনো সরকারই আর দেশের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করতে পারেনি। জনগণের মধ্যে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা বেড়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দিয়ে সেই প্রমাণ দেবে জনগণ।
অধিবেশন শেষে অ্যাডভোকেট সোহরাব হোসেনকে সভাপতি ও দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলুকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।